স্টাফ রিপোর্ট, সিলেট :: সিলেটে হত্যামামলার এক পলাতক আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম দেওয়ান মুরাদ হাসান (৪৬)।
তিনি সিলেট মহানগর পুলিশের শিবগঞ্জ খরাদিপাড়ার মশরুল চৌধুরীর ছেলে। শুক্রবার দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে টিলাগড় পয়েন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯। তারা তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করেন বলে জানিয়েছে র্যাব-৯ এর গণমাধ্যম কমকর্তা এএসপি ওবাইন। তিনি জানান, মুরাদ শাহপরাণ থানায় দায়েরকৃত অন্তত ৩টি মামলার পলাতক আসামী।
মুরাদকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে শাহপরাণ থানার পুলিশ।