স্টাফ রিপোর্ট :: সিলেট মহানগরীর জিন্দাবাজার থেকে গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামী শাহীন আমম্মেদকে (৩০) কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
শাহীন সিলেট মহানগীর শাহপরাণ থানার টিলাগড় মিরাপাড়া এলাকার সিরাজুল ইসলাম দুদু মিয়ার ছেলে। তিনি
এর আগে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জিন্দাবাজার পয়েন্ট থেকে শাহীনকে গ্রেপ্তার করে র্যাব-৯।
তিনি সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানায় দায়েরকৃত একটি অস্ত্র মামলায় ( নম্বর ৮৯/২০০৮) দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।
র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান, শাহীনকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালী থানা পুলিশ।