স্টাফ রিপোর্ট :: সিলেটের গোয়াইনঘাট থেকে ইয়াবার বড় একটি চালান আটক ও মাদক কারবারীকে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম হেলিম উদ্দিন (৪৮)।
তিনি গোয়াইনঘাটের ভাদেশ্বর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
আজ শুক্রবার দুপুরে আদালতের নির্দেশে তাকে কারগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হেলিমের বাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ২শ’ পিস ইয়াবা জব্দ ও তাকে আটক করে র্যাব-৯। আলামতসহ তারা তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে বলে জানান র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।
তাকে কারগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।