স্টাফ রিপোর্ট :: সিলেটে ৪ লক্ষাধিক টাকার চোরাই পণ্যসহ গ্রেফতারকৃত যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার দুপুরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। যুবকের নাম শরিফ মিয়া (২৫)। তিনি সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রামের চেরাগ আলীর ছেলে।
শুক্রবার তাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুচ্ছগ্রাম এলাকা থেকেই গ্রেফতার করে র্যাব-৯, ইসলামপুর কোম্পানির একটি দল।
এসময় তার হেফাজত থেকে প্রায় ৪ লাখ ৩৪ হাজার ১শ’ ৫০ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফ স্বীকার করেছে, সে একজন পেশাদার চোরাকারবারী- এমটিই দাবি র্যাব’র।
জব্দকৃত আলামতসহ তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে র্যাব।
থানার পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।