স্টাফ রিপোর্ট :: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৩ জন। এর বিপরীতে সুস্থ হয়েছেন ৫১ জন।
সুস্থদের মধ্যে সিলেটের ৪৭, সুনামগঞ্জের ৩ ও হবিগঞ্জের ১ জন।
নতুনদের নিয়ে এ বিভাগে সুস্থ রোগীর সংখ্যা ১৩ হাজার ৪শ’ ৮৬। এর মধ্যে সিলেটের ৭ হাজার ৭শ’ ৯৭, সুনামগঞ্জে ২ হাজার ৪শ’ ১২, হবিগঞ্জে ১ হাজার ৫শ’ ৬৩ ও মৌলভীবাজারের ১ হাজার ৭শ’ ১৪ জন।
নতুন শনাক্ত ৩৩ জনের মধ্যে সিলেটের ২৯, সুনামগঞ্জের ১ এবং হবিগঞ্জের ১ জন।
সিলেটে বিভাগে আক্রান্তের মোট সংখ্যা ১৪ হাজার ৬শ’ ৭৯। এরমধ্যে সিলেটে ৮ হাজার ৪শ’ ৮৮, সুনামগঞ্জে ২ হাজার ৪শ’ ৬৮, হবিগঞ্জে ১ হাজার ৮শ’ ৯৫ ও মৌলভীবাজারে ১ হাজার ৮শ’ ২৮ জন।
গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। আর তাই আজ বুধবার সকাল পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৪৪।
এর মধ্যে সিলেট জেলার ১৮১, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জের ১৬ এবং মৌলভীবাজারের ২২ জন।
করোনাভাইরাসের উপসর্গ ও আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন মোট ১ হাজার ৯শ’ ৮২ জন।
বুধবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এসব তথ্য নিশ্চিত করেছেন।