একাত্তর ডেস্ক :: সিলেটে র্যাবের অভিযানে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। শাহপরাণ থানাধীন শিবগঞ্জ লামাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার দ্বিতীয় আসামীকে গ্রেপ্তার করার কথা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে র্যাব-৯।
জানা যায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ ও সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি চৌকস দল শাহপরাণ থানাধীন শিবগঞ্জ লামাপাড়ার মোহনী-৬৬/বি, ২য় তলা হতে সাইদ আহমদ (২১) কে গ্রেপ্তার করা হয়।
সাইদ আহমদ শাহপরাণ থানার পহেলা নভেম্বর নথিভুক্ত ০৩/১৬৫ নং ধর্ষণ মামলার এজহারভুক্ত ২য় আসামী। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেয়া এএসপি এ কে এম কামরুজ্জামান।
সাইদ জকিগঞ্জ থানার হাতিডহর গ্রামের মৃত জামাল আহমদের ছেলে। বুধবার তাকে গ্রেপ্তার করে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৯।
সে ধারা-৩২৩ পেনাল কোড-১৮৬০, তৎসহ ২০০০ইং সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) ধারা- ৭/৯(১)/৩০ এর আলোকে এ মাসের পহেলা নভেম্বর শাহপরাণ থানায় দায়েরকৃত ধর্ষণ মামলার ২য় এজাহারভূক্ত আসামী।