স্টাফ রিপোর্ট :: কানাইঘাট থেকে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। তার নাম ইসলাম উদ্দিন (৪৮)।
তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার উত্তরপাড়ার জমিনুর হকের ছেলে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান, সোমবার রাতে ইসলাম উদ্দিনকে গ্রেপ্তারের পর তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি এবং দীর্ঘদিন থেকে পালিয়ে ছিলেন।
আদলতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ।