একাত্তর ডেস্ক :: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৬৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।
তার নাম মো. সেলিম মিয়া (৩৪)। তিনি বিশ^ম্ভরপুর থানার বাদের টেক মনিপুরহাটির মো. আবু তাহেরের ছেলে।
শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ৬৪০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১ লাখ ৪১ হাজার ৭শ’ টাকা, ১১টি মোবাইল সেট ও ৮টি সিমসহ আটক করে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সেলিমকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৯ এর গণমাধ্যম শাখা।
রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।