সিলেটে রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত আকবর হোসেন ভুঁইয়াকে গ্রেফতার করায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন রায়হানের মা সালমা বেগম। রোববার সকাল ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এসময় জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন রায়হানের মায়ের জন্য পুলিশ কল্যাণ তহবিল থেকে অর্ধলক্ষ টাকা উপহার ও রায়হানের শিশুর জন্যও উপহার সামগ্রী দেন।