মাধবপুর প্রতিনিধি :: দিনাজপুরের পাবর্তীপুর ও কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন এবং অধ্যাপক কুশল চক্রবর্তীকে হুমকিদাতাদের গ্রেপ্তার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী শনিবার সকাল ১১টায় ঢাকা সিলেট-মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।
প্রায় ২ ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজীব দেব রায় রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ মাধবপুর উপজেলার সভাপতি হরিশ চন্দ্র দেব, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, মনোজ কান্তি পাল, পৌর সভাপতি পংকজ কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, মাধবপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান, মহিলা কাউন্সিলর স্বপ্না পাল, পুজা উদযাপন পরিষদ মাধবপুর উপজেলার সাধারণ সম্পাদক লিটন রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ মাধবপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক দেবাশীর্ষ ভট্রাচার্য দেবু, শংকর চন্দ্র রায়, ঐক্য পরিষদ নেতা নারায়ন কর্মকার, পরিমল দেব, শংকর পাল চৌধুরী, দুলাল চন্দ্র পাল, অজিত চন্দ্র দাস , শিমুল চক্রবর্তী, সঞ্চয় চক্রবর্তী, প্রনব ভৌমিক, জীবন সুত্রধর, মিটু দেব, অমিত সোম, সুব্রত বণিক ও স্বজল গোপ।