স্টাফ রিপোর্ট :: দীর্ঘদিন থেকে পলাতক থাকা হত্যা মামলার আসামী শেখ মোতাছির আহমদকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। গ্রেপ্তারকৃত মোতাছির সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন টংগর গ্রামের গোলাম জিলানীর ছেলে। এরআগে র্যাবের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর এএসপি একেএম কামরুজ্জামান। তিনি বলেন, গ্রেপ্তারকৃত শেখ মোতাছিরের বিরুদ্ধে হত্যা মামলার পরোয়ানা ছিল। সে দীর্ঘদিন থেকে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল।