একাত্তর ডেস্ক
প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সিলেটে করোনা মোকাবেলায় সম্মুখযোদ্ধাদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। কারোনাভাইরাসের অতি মহামারিকালে মানবতার সেবায় নিয়োজিত থাকার জন্য প্রথম আলোর সিলেট অফিসের পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয়, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেটকে স্মারক ও ফুলের তোড়া দিয়ে এ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। বুধবার বেলা ১১টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত পর্যায়ক্রমে এ অনুষ্ঠান হয়। সম্মুখযোদ্ধাদের ধন্যবাদ জ্ঞাপনের ৬টি পৃথক অনুষ্ঠানে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক সজল ছত্রী, সাংবাদিক ইকবাল সিদ্দিকী ও আবদুর রশিদ রেনু, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সহসভাপতি উজ্জ্বল দাস ও অর্থ সম্পাদক ইন্দ্রানী সেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রথম আলোর পক্ষে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, প্রতিনিধি সুমনকুমার দাশ, আলোকচিত্রী আনিস মাহমুদ, প্রদায়ক মানাউবী সিংহ, প্রথম আলো বন্ধুসভা সিলেটের সভাপতি তামান্না ইসলাম, সহসভাপতি সাকিব আহমদ মিঠু, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন প্রমুখ।