রূপালিকথা ডেস্ক :: বলিউড অভিনেতা ফারাজ খান আর নেই। বুধবার ভারতের বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ ছিলেন।
মস্তিষ্কে সংক্রমণের কারণে সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফারাজ খান। এরপর তাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর ফারাজের শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। এরপরই তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। ফারাজের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের জন্য অভিনেতার পরিবারের পাশাপাশি অনেকেই এগিয়ে আসেন।
উল্লেখ্য, বলিউডে ১৯৭০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছেন ফারাজ খান। তিনি অভিনেতা ইউসুফ খানের ছেলে। ফারাজ খানের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে- ফারিব, লাভ স্টোরি, মেহেন্দী, দুলহান বানু ম্যায় তেরি ইত্যাদি।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস