ফ্রান্সে সরকারি সহযোগিতায় বহুল সমালোচিত ম্যাগাজিন শার্লি এব্দো কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রচারের প্রতিবাদে নগরীর শিবগঞ্জ হাতিমবাগে সমবেত যুসংঘের উদ্যোগে মানববনন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর হাতিমবাগ জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের তৌহিদী জনতা অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাতিমবাগ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশিকুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শফিকুর রহমান, ক্যাশিয়ার আব্দুল আহাদ চৌধুরী মিলন, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সমবেত যুবসংঘের সভাপতি আব্দুল মালিক চৌধুরী রাজু, সেক্রেটারী দেলোয়ার হোসেন মোহিন প্রমুখ। বক্তারা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামের বিরুদ্ধে বিধর্মীরা সব সময় তৎপর। ফ্রান্সের এই দুঃসাহসের জবাব দিতে হবে। তারা সংসদে নিন্দা প্রস্তাব সহ ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানানোর আহ্বান জানান। পাশাপাশি ফ্রান্সের তৈরী সবকিছু বর্জন করে প্রতিবাদ করার অনুরোধ করেন। ফ্রান্স সরকার ইসলাম ও আল্লাহর রাসুলকে নিয়ে যতই ষড়যন্ত্র করুক আল্লাহর কৌশলের কাছে তা অতি ক্ষুদ্র। এ সব ষড়যন্ত্র দিয়ে কোন কিছু করতে পারবেনা, আল্লাহ এক সময় তাদের ধ্বংস করে দিবেন। তারা হুশিয়ার উচ্চারন করে বলেন, মুসলিম সব সময় অন্যায়ের জবাব দিতে তৎপর রয়েছে। প্রয়োজনে কঠোর কর্মসূচি দিয়ে তার জবাব দেয়া হবে। সবশেষে শিবগঞ্জ হাতিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসেনের দোয়ার মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি করা হয়। -প্রেসরিলিজ